এম এম নুর আলম ॥ আশাশুনিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহনের জন্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট বক্সসহ নির্বচনের অন্যান্য সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলার ৮৬টি ভোট কেন্দ্রের সর্বমোট ৫১৬টি বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের হাতে এ মালামাল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সরঞ্জামাদি হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। এসময় তিনি বলেন, ভোটগ্রহনকালে ৩জন নির্বাচনী ম্যাজিস্ট্রেট সব সময় মাঠে থাকবে। কোন কেন্দ্রে সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আপনারা অবহিত করবেন। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, এএসআই আব্দুল জব্বারসহ সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।