সোমবার, ১২ মে ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশাশুনি অসহায় মানুষের মাঝে আত—তাকওয়া ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

আশাশুনি ব্যুরো \ আশাশুনিতে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আত্—তাকওয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি সরদার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন তুয়ারডাংগা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মহাসচিব মুফতি আফজাল হুসাইন। তুয়ারডাংগা দাখিল মাদ্রাসা সহকারি সুপার মাওঃ আব্দুস সবুর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত—তাকওয়া ফাউন্ডেশনের সহঃ সভাপতি মোঃ হাবীবুর রহমাম লিপু, সেক্রেটারি মোঃ বাদশা জামান,অফিস সম্পাদক মোঃ আব্দুল আলিম,অর্থ সম্পাদক মোঃ রাজু আহমেদ প্রমুখ। আত—তাকওয়া ফাউন্ডেশনের” উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে সাহরি ও ইফতার সামগ্রি বিতরন করা হয়েছে। ফাউন্ডশনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রচেষ্টায় ৭৫ টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরন করা হয়। প্রতি প্যাকেজে ১০ টি আইটেমের প্রায় ১৭০০ টাকা সমমূল্যের খাদ্যসামগ্রী দেওয়া হয়। যার মধ্যে ছিল চাল ১০ কেজি,খেজুর ১ কেজি,ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, ডাল ১ কেজি, সেমাই ১ কেজি, তেল ২ লিটার, চিনি ১ কেজি, পেয়াজ ২কেজি, মোট ২১ কেজি। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন—আত—তাকওয়া ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। শুধু রমজান মাস নয়, সারা বছরই দরিদ্র মানুষের জন্য বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে,ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে আশা করি। আত্—তাকওয়া ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হয়েছে বলে আমি মনে করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com