বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে দুস্থ, প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাগো যুব ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার শরাফপুর, কামালকাঠি, বালিয়াপুর, বসুখালী ও বাঁকড়া এলাকার দুস্থ, প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সেমাই, চিনি, নুডুলস, গুড়া দুধসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সমন্বয়কারী ইউপি সদস্যা মরিয়ম খাতুন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে জাগো যুব ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা আবুল হোসেন, মাদ্রাসা শিক্ষক মোজাফফর হোসেন, সংগঠনের ভলেন্টিয়ার রিফাত, রাহ মনি প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় জাগো যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে আগামীতেও যাতে এ ধরনের কাজ অব্যাহত রাখা যায় সে জন্য প্রধান নির্বাহী সংগঠনের সকল উপকার-ভোগীদের কাছে দোয়া প্রার্থনা করেন।