আশাশুনি প্রতিনিধি \ আশাশনিতে আইন—শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মহিলা বিষয় কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, পিআইও মোঃ আমিরুল ইসলাম সহ সকল কর্মকর্তাগণ, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, বড়দলের ইউপি চেয়ারম্যান প্রশাসক আকতার ফারুক বিল্লাল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ সহ প্রত্যেক ইউপি চেয়ারম্যানের প্রতিনিধিগণ, উপজেলা জামাত ইসলামের আমির আবু মুসা তারিরুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মোর্তজা, বিএনপি’র একটি অংশের সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় উপজেলার বিভিন্ন আইন—শৃঙ্খলা বিষয়ক আলোচনা করা হয়।