বিশেষ প্রতিনিধি \ আশাশুনি আর্ট স্কুলে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২য় পর্যায়ের প্রতিযোগিতায় ৪টি গ্রæপের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আর্ট স্কুলের পরিচালক জয়দ্রত শীল, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়ুব আলী, ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মন্ডল, পেট্রা কোং লিঃ এর প্রতিনিধি মহব্বত আলী এবং আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার অধিকারী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন।