আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক শম্ভুজিত মন্ডলের সঞ্চালনায় এবং উপজেলা আ’লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার। এসময় জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এপিপি এড. আনিত মূখার্জী, মহিলা বিষয়ক সম্পাদিকা শিমুন শামস, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদস্য নাজমুন আসিফ মুন্নী, সামছুল রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা শাকিল, মাহবুবুল হক ডাবলু, এসএম শাহনেওয়াজ ডালিম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, হুমায়ুন কবির সুমন, এসএম সেলিম রেজা মিলন সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১৫মে জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে গঠিত তদারকি কমিটির আহ্বানে আশাশুনিতে বর্ধিত সভায় উপজেলা আ’লীগের কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা করা হয়।