বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার সকল মহলাদার ও দফাদার (গ্রাম পুলিশ) দের উদ্দেশ্যে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং প্রদান করেছেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠান করা হয়। উপজেলার সকল ওয়ার্ডে দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশদের সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, এসময় আইন শৃংখলা রক্ষায় সচেতনতার সাথে কাজ করতে হবে। কোন সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে ওসি বা আমাকে জানাতে হবে। স্থানীয় ভাবে নিরসন সম্ভব হলে মেম্বর চেয়ারম্যানকে অবহিত করতে হবে। ইউনিয়ন পরিষদের দায়িত্ব সমুহের মধ্যে জন্ম নিবন্ধন অন্যতম। জন্ম নিবন্ধন টার্গেট পুর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।