বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশান (ইউসিসিএ) লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচনে ৮ পদে ১১ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইউসিসিএ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ এর নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার করিমুল হক তফশীল মোতাবেক বিভিন্ন পদে মনোনয়নপত্র সরবরাহ করেন। সভাপতি পদে ৪ জন মনোনয়নপত্র গ্রহন করেছেন। এছাড়া সহ-সভাপতি পদে একজন ও ৬টি সদস্য পদের বিপরীতে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। উপজেলার ৯৭ টি সোসাইটির একজন করে মনোনীত কর্মকর্তা বা সদস্য এদিন ভোট প্রদান করবেন।