শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

আশাশুনি উপজেলা আনসার ভিডিপি অফিসের বারান্দা যেন গবাদি পশুর অভয়াশ্রম!

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় গবাদি পশুর অবাদ বিচরণ জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। অফিস চলাকালীন সময়ে বারান্দার গবাদি পশুর নির্বিঘœ চলাচল ও অবস্থান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে। আনসার ভিডিপি অফিস উপজেলা পরিষদের ব্যস্ততম স্থানে অবস্থিত। এখানে পূর্বে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ছিল। পরবর্তীতে নতুন ভবন নির্মান হলে সেখানে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় চলে যাওয়ায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় করা হয়। পরবর্তীতে ভবনের একটি কক্ষে আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় স্থানান্তর করা হয়। উপজেলা পরিষদের ভিতরে উপজেলা পরিষদের মূল ভবনের সামনের বিল্ডিং এ একটি বারান্দাসহ দু’কক্ষ বিশিষ্ট ভবনের একটিতে আনসার ও ভিডিপি অফিস। বৃহস্পতিবার বেলা ১২.৩০ টার দিকে দেখা যায় বারান্দায় ৫টি গবাদি পশু (গরু) অবস্থান করছে। কেউ শুয়ে আছে, কেউ দাড়িয়ে দাড়িয়ে জাগর কাটছে। দীর্ঘক্ষণ নির্বিঘেœ অবস্থানের ফলে সেখানে পায়খানা প্র¯্রাবও করেছে তারা। অবস্থা দেখে উপজেলায় আগত সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ অনেকে দৃশ্য অবলোকন করে হতচকিত হয়ে পড়েন। কেউ কেউ টিপ্পনি কেটে বলেন, “এটি কেবল সরকারি অফিস নয় বরং অফিস কাম গবাদি পশুর অভয়াশ্রম!”এ দুশ্য উপজেলায় প্রথম নয়, আগেও ঘটেছে; গরু, ছাগল, কুকুরের ব্যাপক আনোগোনা ও সরব উপস্থিতি। এমনকি কিছু কিছু পশু দ্বোতলা পর্যন্ত যেতে দুঃসাহস দেখিয়ে থাকে। এসব গবাদি পশুকে আবার কাগজ, পোস্টার ইত্যাদি ছিঁড়ে খেতেও দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com