আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে বর্ধিত সভায় ২৩জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ২৫জুন পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের অংশগ্রহণ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। শেষে দলীয় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আলোচনা করা হয়।