আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলার আনুলিয়া ইউনিয়নের ব্যাবসায়ী শেখ সাজিদুল ইসলাম জালাল। মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে সৌজন্য সাক্ষাৎ কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমাদের প্রত্যেককে যারযার অবস্থান থেকে দেশের এ ধারাবাহিক উন্নয়ন অব্যহত রাখতে কাজ করে যেতে হবে। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী জালালের সাথে আগত সফর সঙ্গী প্রমূখ উপস্থিত ছিলেন।