বিশেষ প্রতিনিধি ॥ নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানিয়ে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমের হাতে ২০২৩ সালের বিজয় দিবসের ক্রেস্ট তুলে দেন। এসময় উপজেল চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম মোস্তাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নতুন ভাবে সজ্জিত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরকে অভিনন্দন জানান এবং সার্বিক বিষয় নিয়ে তার স্বল্প দিনে আশাশুনি উপজেলার অগ্রগতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিপয়ে ভূয়সী প্রশংসা করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর বলেন, আমি আশাশুনি উপজেলায় যোগদানের পর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সাথে পরামর্শ করে এবং উপজেলা প্রশাসনকে নিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আশাকরি সকলের সহযোগিতায় আশাশুনি উপজেলাকে একটি মাদকমুক্ত খেলাধুলার পাশাপাশি সুষ্ঠু সামাজিক ও সাংস্কৃতিক বিনোদনের মাধ্যমে নান্দনিক সুন্দর উপজেলা হিসাবে গড়ে তুলব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ইউপি সদস্য আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তবিবুর রহমানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।