আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনু্ষ্িঠত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির জি এম মুজিবুর রহমান, মোঃ আজাদুল ইসলাম, এইচ মমতাজ হেলেন, মোঃ রোকনুজ্জামান, প্রভাষক রতন কুমার অধিকারী, খুকুরানী সরকার, রেহেনা আক্তার, সুশান্ত মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনার পাশাপাশি উপজেলার ১৬টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং র্যালী ও আলোচনা সভা আয়োজনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ১৩ জুন ভিন্ন ভিন্ন ভ্যেনুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা।