এম এম নুর আলম ॥ আগামী ২১ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফায় আশাশুনি উপজেলা পরিষদের নির্বাচন। রোববার (০২ মে) ছিল প্রতীক বরাদ্দের দিন। এ দিন সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সর্বমোট ১৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করছেন রিটার্নিং কর্মকর্তা। এবারের নির্বাচনে বিএনপিসহ সমমনা দলগুলো অংশগ্রহণ না করায়, অংশগ্রহণকারী প্রার্থীর অধিকাংশই আওয়ামী লীগের নেতা। চেয়ারম্যান পদে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম পেয়েছেন চিংড়ী মাছ প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু পেয়েছন আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ঘোড়া প্রতীক এবং শিল্পপতি আলহাজ্ব গাউসুল হোসেন রাজ পেয়েছেন দোয়াত কলম প্রতীক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী পেয়েছেন টিউবওয়েল প্রতীক, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জিএম আল ফারুক পেয়েছেন টিয়া পাখি প্রতীক, উপজেলা কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সারোয়ার শেলী পেয়েছেন চশমা প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসাইন পেয়েছেন মাইক প্রতীক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাহেব আলী পেয়েছন তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি পেয়েছেন কলস প্রতীক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা পারভীন পেয়েছেন হাঁস প্রতীক, জেলা যুব মহিলা লীগের সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহেরুন্নেছা পেয়েছন ফুটবল প্রতীক ও সদ্য সাবেক আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মারুফা খাতুন পেয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতীক। উল্লেখ্য, আগামী ২১ মে (মঙ্গলবার) আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।