এম এম নুর আলম।। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টানা ৪র্থবার আশাশুনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এ বি এম মোস্তাকিম। ভাইস চেয়ারম্যান পদে সাহেব আলী সরদার ও মোসলেমা খাতুন মিলি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচন শেষে গণনার পর রাতে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। নির্বাচনে আলহাজ্ব এবিএম মোস্তাকিম (চিংড়ী মাছ প্রতীক) ৫১ হাজার ৬৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৫০ হাজার ৭০৭ ভোট। তিনি ৯৫৫ ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেছেন। অন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলহাজ্ব গাউছুল হোসেন রাজ (দোয়াত-কলম) ১২ হাজার ৫৩০ ভোট ও এড. শহিদুল ইসলাম পিন্টু (আনারস প্রতীক) পেয়েছেন ২ হাজার ৮৩৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে এস এম সাহেব আলী তালা প্রতীক নিয়ে ৫০৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অসীম বরণ চক্রবর্তী টিউবওয়েল প্রতীক নিয়ে ৩১২৬৫ ভোট পান। এছাড়াও জি, এম আল ফারুক টিয়া পাখি প্রতীক নিয়ে ৯৬১৫, আসমাউল হুসাইন মাইক প্রতীক নিয়ে ১৪৮০৮, এন, এম, বি, রাশেদ সরোয়ার ৮৩২৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি কলস প্রতীক নিয়ে ৩৯১৪৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সীমা পারভীন হাঁস প্রতীক নিয়ে ২৮১২৪ ভোট পেয়েছেন। এছাড়াও মেহেরুন্নেছা খাতুন ফুটবল প্রতীক নিয়ে ২৩০৪৬ ভোট ও মারুফা খাতুন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ২৩৮৩৬ ভোট পেয়েছেন। আশাশুনি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উপজেলায় মোট ২ লক্ষ ৩৯ হাজার ২২০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লক্ষ ২০ হাজার ৫৯১ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৭৩৩ ভোট। বাতিলকৃত ভোটের ২ হাজার ৮৫৮ ভোট। ভোট পড়েছে শতকরা ৫০:৪১ ভাগ।