বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম স্বাক্ষরিত প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রুহুল কুদ্দুছকে আহবায়ক ও এসএম মশিউল হুদা তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে একজন সিনিয়র যুগ্ম-আহবায়ক, যথাক্রমে ছয়জন যুগ্ম-আহবায়ক ও ২১ জনকে সদস্য করা হয়েছে।