বিশেষ প্রতিনিধি \ দেশব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আগামী ১৩ মার্চ সাতক্ষীরায় যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে আশাশুনিতে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আশাশুনি সদরে যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক আব্দুলাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। যুবদল নেতা শফিউল আজম সুজনের সঞ্চালনায় এসময় যুগ্ম-আহবায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, রুহুল আমিন, রফিকুল ইসলাম, লিয়াকত আলি, সেকেন্দার আলী বাদশা, ইয়াসিন আরাফাত, ওমর ফারুক, সদর ইউনিয়ন যুবদলের আহŸায়ক সরদার রুহুল আমিন, সদস্য সচিব হাসেমুজ্জামান হাশেম, বুধহাটা’র আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহŸায়ক আরাফাত হোসেন, কুল্যার আহŸায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মাসুম বিলাহ, কাদাকাটির আহŸায়ক করিম সানা, সদস্য সবুজ আহমেদ, দরগাহপুরের আহŸায়ক সবুজ আহমেদ, সদস্য সচিব হাবিবুর রহমান বাবু, বড়দলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, খাজরার সদস্য সচিব রাসেল আহমেদ, আনুলিয়ার আহŸায়ক শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব মন্টু হোসেন, প্রতাপনগরের আহŸায়ক কেরামত হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম, শ্রীউলার আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, শোভনালীর আহŸায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মনতাজুল রহমানসহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৩ মার্চ সাতক্ষীরায় উপস্থিত হয়ে যুবদলের সমাবেশকে সফল করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।