বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক, ভূমি অফিসের নাজির শাহিনুর রহমান, সার্টিফিকেট সরকারী মোস্তাফিজুর রহমানসহ সকল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ভূমি উন্নয়ন কর আদায়, হাট-বাজার ব্যবস্থাপনা, খাস জমি অবৈধ দখলমুক্ত করণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনসহ সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।