আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা সেচ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সদস্য সচিব বিএডিসি সহকারী প্রকৌশলী (সেচ) ইবনে সিনা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা প্রকৌশলী অনিন্দ্ব্য দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, পাউবো এসও ও পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩ জন কৃষক অগভীর সেচ পাম্প স্থাপনের জন্য আবেদন করায় তাদের আবেদন নিয়ে আলোচনা করা হয়। যাচাই বাছাই শেষে প্রতাপনগর ইউনিয়নের সালাহ উদ্দীন গাইন ও আব্দুল্লাহ আল মামুনের আবেদন বাতিল করা হয় এবং ১১ টি আবেদন অনুমোদন প্রদান করা হয়। এছাড়া শ্রীউলা ইউনিয়নে সেচ পাম্প নিয়ে অভিযোগ থাকায় অভিযোগ তদন্তের জন্য ইউএনও, বিএডিসি (সেচ) প্রকৌশলী ও উপজেলা কৃষি কর্মকর্তাকে সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।