স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে নবাগত সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম মনোনিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ—সভাপতি মাকসুদুর রহমান, সহ—সভাপতি আজিজুল ইসলাম, খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুর রব, সহ—সাধারণ সম্পাদক মো.বায়োজিদ, সহ—সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক রায়হান সোবহান, প্রচার সম্পাদক আবুল হোসেন, অর্থ সম্পাদক ফরিদ হোসেন, প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, তথ্য বিষয়ক সম্পাদক মো. মহসিন, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন বেগম, ক্রিড়া সম্পাদক আবু সেলিম রেজা, সহ—অর্থ সম্পাদক আসলাম হুসাইন, সিনিয়র সদস্য ইউছুফ আলি, সিনিয়র সদস্য মসিউর রহমান, সদস্য আশরাফুল ইসলাম। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মো.আব্দুল হাকিম। এসময় স্বতন্ত্র মাদ্রসা জাতীয়করণ ও সমসাময়িক বিষয় নিয়ে ও সকল শিক্ষকদের উদ্দেশ্য করে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মো.আব্দুল হাকিম। তিনি বলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে, সকল রেজিষ্ট্রেশনকৃত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। দেশে ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ঘোষণা করা ও রেজিষ্ট্রেশনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে এমপিও ও জাতীয় করন ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে আশাশুনি উপজেলা শিক্ষকগন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কমিটি সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, জেলা কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো.ওবায়দুল্লাহ।