আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এবছর আশাশুনি উপজেলায় ৫টি এসএসসি (আশাশুনি সরকারি মাধ্যমিক, দরগাহপুর কলেজিয়েট, বুধহাটা কলেজিয়েট, বড়দল কলেজিয়েট ও বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়) পরীক্ষা কেন্দ্র, ৪টি দাখিল (আশাশুনি আলিয়া, গুনাকরকাটি কামিল, প্রতাপনগর আল আমিন ফাজিল ও মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা) কেন্দ্র ও এসএসসি ভকেশনাল কেন্দে্রর কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়। একই সাথে ৫টি এসএসসি ভ্যেনু কেন্দে্রর কমিটি গঠন করা হয়।