বিশেষ প্রতিনিধি \ আসন্ন ঈদ উল আযহা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার লক্ষ্যে আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়। ঈদগাহ কমিটির সভাপতি এড. শহীদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢালী মোঃ সামছুল আলমের সঞ্চালনায় ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঈদুল আজহার জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ঈদগাহ ময়দানে ঈদের আগে ও পরে মেহগনি ও বাদাম গাছ রোপণ করা, প্রবেশ পথের প্রধান গেটটি ঈদের পূর্বে টাইলস লাগানো, কুরবাণীর লিলাহের মাংস মাদারদীঘি চত্বরে বন্টন, মেহরাবের বাকি অংশের টাইলসের কাজ সম্পন্ন করা, ঈদগাহের মাদুর, গেট, মাইক ও ঈদের প্রচার করা, প্রাকৃতিক দুর্যোগে ঈদগাহ ময়দানে নামাজ পড়া সম্ভব না হলে স্ব-স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।