আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি খাদ্য গুদামে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সরকারি খাদ্য গুদামে বোরো সংগ্রহ কার্যক্রমের আয়োজন করে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মিলার ও কৃষকদের উপস্থিতিতে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরিণ বোরো সংগ্রহ- ২০২৪ মৌসুমে আশাশুনিতে ১৪৪ মেঃটন সিদ্ধ চাল ৪৫ টাকা কেজি দরে, ৬৯ মেঃটন আতব চাল ৪৪ টাকা কেজি দরে এবং ৮৭৬ মেঃটন ধান ৩২ টাকা কেজি বা ১২৮০ টাকা মন দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চালানো হবে। উদ্বোধন কালে আশাশুনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, আশাশুনি উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ভক্ত, মেসার্স মা রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আসাদুল্লাহ, মেসার্স রেবেকা রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আকবর আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।