আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপি সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন সভাপতি তুহিন উল্লাহ তুহিন। বিশেষ অতিথি ছিলেন, যুবদল আহবায়ক আঃ করিম সানা, সদস্য সচিব সবুজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আছাফুর রহমান ডাবলু, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর করিম গাজী, সম্পাদক আতিকুল গাজী, ওয়ার্ড সভাপতি আক্তারুল ইসলাম, সেক্রেটারী আজিজুল ইসলাম, ওয়ার্ড সভাপতি কেসমত ও সেক্রেটারী ইউসুফ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, তেঁতুলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ রমজান আলী।