আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশানের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের লালন সরকারকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশান এক বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। খ্রীষ্টান এসোসিয়েশান অন্যতম নেতা চিনি দাশের সভাপতিত্বে এবং উপজেলা খ্রীস্টান এসোসিয়েশানের সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার দিপুর পরিচালনায় সভায় উপজেলা সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, বীর মুক্তিযোদ্ধা পৌল সরকার, উপজেলার ৪২টি চার্সের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এসোসিয়েশানের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিগত এক বছরে আর্থিন অনিয়ম, এসোসিয়েশন বিরোধী কার্যক্রমের কারণে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশনের মাধ্যমে সভাপতি মাইকেল সরকারকে কমিটি থেকে অব্যাহতি প্রদান করার পাশাপাশি লালন সরকারকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে যতদ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আহবান জানানো হয়।