আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ২৫ মার্চ গণ হত্যা দিবস এবং ২৬ মার্চ মহান সস্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ, খাদ্য কর্মকর্তা সঞ্জয় কুমার রায়, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শাহ নেওয়াজ, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর সিদ্দিক, সাইফুল ইসলাম বাচ্চু (ভারপ্রাপ্ত), প্রশাসক আক্তার ফারুক বিল্লাল প্রমুখ। সভায় গণ হত্যা দিবস উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিচারণ মূলক সভা, রাত সাড়ে ১০ টায় বিদ্যুৎ লাইনে ১ মিনিট ব্লাক আউট করা এবং ২৬ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একুত্রিশবার তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন, সুবিধামত সময়ে মসজিদ—মন্দির—গীর্জায় মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, আলোক সজ্জা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।