বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে ঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেঁচিয়ে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের ধান্যহাটি গ্রামের রমেশ দাসের স্ত্রী রত্না দাসী (২২) এ আত্মহত্যার ঘটনা ঘটায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের সংসারে গোলযোগ চলে আসছিল। বুধবার দুপুরে তার শ্বাশুড়ী মৃত রণদাসের স্ত্রী শেফালী দাসের সঙ্গে তার গোলযোগ হয়। এঘটনার পর সে আত্মহত্যা করেছে। তবে ঐ গৃহবধূর মা ও ভাই জানান, মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, তদন্ত চলছে। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পেলে রিপোর্ট মত ব্যবস্থা গ্রহণ করা হবে।