আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল বের হয়ে আশাশুনি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে পথসভায় মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সম্পাদক মাওঃ আনায়ারুল হক, সাবেক সম্পাদক আলমগীর হোসেন পিন্টু, সহ—সম্পাদক ডাঃ রোকনুজ্জামান প্রমূখ। বক্তাগন বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধ সহ হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে বাংলাদেশের ধর্মপ্রান মুসলমানরা থেমে থাকবেনা। অতি শিঘ্রই ইসরায়েল ও তাদের মিত্রদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করা হবে।