আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ২০২১-২২ অর্থবছরের গ্রাম পুলিশদের জন্য বরাদ্দকৃত পোশাক ও সরঞ্জামদি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১০৮জন গ্রাম পুলিশের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান এ পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করেন। বিতরনকালে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, আরডিও বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের মাঝে ফুলশার্ট, হাফশার্ট, ফুলপ্যান্ট, ব্যাচ, পোল্ডার ব্যাচ, কাপড়ের জুতা, বেল্ট, শাড়ি, ব্লাউজ, পেটিকোট, জ্যাকেট, উলের জামা, লাইনার বাঁশি, চার্জার টস লাইট, বেতের লাঠি, মাথার ক্যাপ, ছাতা, কার্ডিগান (মহিলা) ও রেইনকোট বিতরন করা হয়।