এম এম নুর আলম ॥ আশাশুনিতে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ূ পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে কর্মশালায় কি নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন, ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ূ পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, হাজী আবু দাউদ, জগদীশ চন্দ্র সানা, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ভেটেরিনারী সার্জন তরিকুল ইসলাম, সহকারি প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় আশাশুনি উপজেলার লবনাক্ত এলাকায় এক ফসল হওয়া জমিতে অধিক ফসল ফলানোসহ বিভিন্ন ব্যাপারে পরামর্শ প্রদান ও অবহিত করা হয়।