আশাশুনি প্রতিনিধি \ ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার শাহ নেওয়াজ, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, বড়দল প্রশাসক আক্তার ফারুক বিল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল প্রমুখ।