আশাশুনি প্রতিনিধি \ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুন নাগরিকদের সমন্বয়ে গঠিত—জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা (আশাশুনি রাইজিং) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশাশুনি উপজেলা প্রতিনিধি নাভিদ নওরোজ আকাশের সভাপতিত্বে সভায় নাগরিক কমিটির লক্ষ্য ও গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নাগরিক কমিটির সংগঠক মেজবাহ কামাল মুন্না। উদ্বোধনী বক্তব্য রাখেন জসিম উদ্দীন। এ কে ইউসুফের সঞ্চালনায় সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ও কেন্দ্রীয় স্বাস্থ্য কমিটির সদস্য ডাঃ মাহমুদুল হাসান, নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ডাঃ মনিরুজ্জামান মনির, নাগরিক কমিটির জেলা সংগঠক ইলিয়াছ হোসেন, বড়দল কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ ইকবাল, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, মাওলানা আতাউর রহমান, হাফেজ রুহুল আমিন, সজীবুর রহমান রানা, ছাত্র আন্দোলনে আহত আমান উল্লাহ আমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ওমর ফারুক, ফয়সাল হোসেন, গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।