আশাশুনি প্রতিনিধি \ জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন এনজিও এর সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় “নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসূন কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফরুক। সভায় উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান, এসডিএফ এর মাশুকুল হক প্রমুখ আলোচনা রাখেন।