বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দিবসটি পালনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় একই স্থানে শেষ হয়। “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম মোড়ল, ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।