আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দলে তথ্য অধিকার আইনে নারীর অগ্রগতি বিষয়ক তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ বুথ ক্যাম্পের আয়োজন করা হয়। ইউনিয়নের বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী সদস্যবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত মন্ডল, উপÍসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত আলোচনা রাখেন।