এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ এর জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। সদস্য সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুল হক, সদস্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডল, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, থানার এসআই বিশ্বজিত কুমার ঘোষ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুল কালাম মোড়ল, আনসার ভিডিপি কর্মকর্তা সুজন মিত্র, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সেনেটারী ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালন, পত্রপত্রিকায় সচেতনতামূলক তথ্য প্রচার, হাট-বাজারে সংশ্লিষ্টদের তদারকি, অভিযান এবং কমিটির সদস্যদের পারিবারিক ও সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম গ্রহনসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।