বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে ও আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনা করে ইসতেসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ধর্মপ্রান মুসল্লিদের উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন, হাফেজ জায়েদ আব্দুল্লাহ। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সাবেক এমপি মরহুম মাওলানা এএম রিয়াছাত আলী বিশ্বাসের ছেলে মাওলানা নূরুল আফসার মুরতাজা। এসময় রাজনীতিবিদ আবু মুসা তারিকুজ্জামান তুষার, আশাশুনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবুল হাসান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী শামসুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এনএমবি রাশেদ সরোয়ার শেলী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম আল ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম সাহেব আলী, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আতাউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম, মাওলানা ওয়াহিদুজ্জামান শাহিন, মেম্বার তারিকুল আওয়াল সেজে, সাবেক মেম্বার ইয়াকুব আলী সানা, তাহমিদ হোসেন ডেবিট, ইয়াহিয়া ইকবাল, ইউনুস আলী সানা, মাস্টার আসিফ ইকবালসহ বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।