এম এম নুর আলম \ আশাশুনি থানার এএসআই (নিঃ) কবির হোসেন জেলার শ্রেষ্ঠ চৌকস অফিসার নির্বাচিত হয়েছে। সাতক্ষীরা জেলা মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়। গত ১২ জুলাই মাসিক কল্যাণ সভায় সাতক্ষীরা পুলিশ সুপার জুন/২০২৩ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরিতে আশাশুনি থানার এএসআই(নিঃ) কবির হোসেনকে এ সম্মাননা প্রদান করেন।