আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি থানার কার্যক্রম পুনরায় চালু হয়েছে। শনিবার পুলিশ সদস্যরা থানায় যোগদানের পর কার্যক্রম শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে ব্যাপক জনরোষের শিকার হলে থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ থানা ছেড়ে চলে যান। শনিবার থানা চালুর পর আবারও মানুষ থানায় যোগাযোগ শুরু করেন। আশাশুনিতে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর মারুফ থানায় বসে কয়েকদিন স্ব দায়িত্ব পালন করে আসছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার এদিন উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা থানার পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে কাজ করতে দেখা গেছে। থানার কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে।