আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত ও অপহরণ মামলার আসামীসহ ৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর পৃথক পৃথক অভিযান পরিচালনা কালে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মকর আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম (৪৩), খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের মোঃ ইসমাইল সরদারের ছেলে রবিউল সরদার (৪০), বড়দলের সাইদ মালির স্ত্রী সালেহা বেগম (৫০), আনুলিয়া ইউনিয়নের নাকা গোদাঘাট গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে হাফিজুল গাজী (৩৫) ও মফিজুল গাজী (৪০)কে আটক করে। শুক্রবার দুপুরে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়।