এম এম নুর আলম ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ বোতল ফেনসিডিল, ২০ পিচ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ পৃথক স্থান থেকে পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে রবিবার সন্ধ্যায় এএসআই রাজু আহমেদ, এএসআই আব্দুল আলিমসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের মৃত. দ্বীন মোহাম্মদের ছেলে জাকির হোসেন (৪২) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫) কে ১৬ বোতল ফেনসিডিলসহ গুনাকরকাটি ব্রিজের উপর থেকে হাতেনাতে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে থানায় ৩(২)২৪ নং মামলা দায়ের করা হয়। অপরদিকে, এএসআই রাজু আহমেদ ও এএসআই আব্দুল আলিমসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের মৃত মানিক গাজীর স্ত্রী মনজুয়ারা বেগম (৫০) কে ৩০০ গ্রাম গাঁজাসহ তার বাড়ির সামনে থেকে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে থানায় ৪(২)২৪ নং মামলা দায়ের করা হয়। এছাড়াও এএসআই জব্বার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের নাসিম উদ্দিন সরদারের ছেলে শাহীন সরদার (২০) ও আব্দুল মজিদ সরদারের ছেলে সুজন হোসেন (২৩)কে ২০ পিস ইয়াবাসহ শ্বেতপুর বটতলা কামারের মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর হতে হাতেনাতে আটক করেন। পরে তাদের বিরুদ্ধেও থানায় ৬(২)২৪ নং মামলা দায়ের করে আটককৃত সকল আসামিদের সোমবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।