এম এম নুর আলম \ আশাশুনি থানা জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুম্মাবাদ থানা জামে মসজিদে পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা থানা অফিসার ইনচার্জ মোঃ মোমিনুল ইসলাম (পিপিএম) এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত মুসুলিবৃন্দের সর্ব সম্মতিক্রমে জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মহিতুর রহমানকে সভাপতি, শিক্ষক আসিব ইকবালকে সেক্রেটারী ও আলহাজ্ব আব্দুর রহমান মিঠুকে কোষাধ্যক্ষ মনোনীত করে আগামী দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকি বিলাহসহ থানা পুলিশের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসলীবৃন্দ উপস্থিত ছিলেন।