বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ছয় আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে সোমবার এসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামল নং-১০(৩)২২ এর আসামী উপজেলার পিরোজপুর গ্রামের ওমর আলী সরদারের ছেলে আছাদুজ্জামান রিপন ওরফে রিপিয়ান (৩৫), একই গ্রামের লিয়াকত মালীর ছেলে দেলোয়ার হোসেন (২৬), দুর্গাপুর (খাজরা) গ্রামের মৃত করিম বক্স গাজীর ছেলে আনারুল গাজী (৩৫) ও কামরুল গাজী (৫৫) এবং কামরুল গাজীর ছেলে শফিকুল ইসলাম (২৫) কে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করেন। অপরদিকে, এসআই মিঠুন মন্ডল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলা নং-১১(৩)২২ এর আসামী (আইনের সংঘাতে জড়িত শিশু) উপজেলার বড়দল গ্রামের শামীম পাটোয়ারীর ছেলে জোবায়ের পাটোয়ারী (১৭) কে আটক করেন। আটককৃত আসামীদেরকে বিচারার্থে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।