আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। হামলার ঘটনাটি ঘটে ২৭ ডিসেম্বর রাত আটটার দিকে শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে দুলাল চন্দ্র সরদারের বাড়িতে। মামলার বাদী শ্মশান কুমার সরদার জানান, পার্শ্ববর্তী মৃত নাগর আলী গাজীর ছেলে হেদায়েতুল্লাহ গাজীর সাথে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার শালীস বৈঠক হলেও তারা কোন সমঝতায় আসেনি। বিগত পাঁচ আগস্ট এর রাতে হেদায়েতুল্লাহর নেতৃত্বে তার পরিবারের সকল সদস্যরা মিলে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে চলে যায়। ৬ আগস্ট সকালে জোরপূর্বক তারা আমাদের বসতঘর ভেঙে পথ বের করে নেয়। সে সময় সেনা ক্যাম্পে ও থানায় অভিযোগ করেও কোন সূরাহা হয়নি। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে আমার বসত ভিটায় তারা শ্যালো মেশিনে জোরপূর্বক নোনা জল ফেলতে থাকে। আমরা প্রতিবাদ করলে তারা সবাই মিলে আমাকে ও আমার স্ত্রী রিতা সরদার, মেজ ভাই স্বপনের স্ত্রী প্রভা সরদার এবং আমার বৃদ্ধ বাবা দুলাল চন্দ্র সরদারকে বেধড়ক মারপিট করে জখম করে। এর মধ্যে আমি ও আমার স্ত্রীর জখম গুরুতর হওয়ায় স্থানীয়দের সহায়তায় আমরা আশাশুনি হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ ঘটনায় হেদায়েতুল্লাহ, তার মেয়ে জোৎস্না ও ছেলে আমিনুরের নাম উল্লেখ করে ১০(১২)২৪ নং মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিজন কুমার অভিযান চালিয়ে শনিবার রাতে আমিনুরকে আটক করে রবিবার আদালতে প্রেরণ করেছে। এদিকে থানায় মামলা দায়ের করায় প্রতিপক্ষরা বিভিন্ন সময় হুমকি দেওয়াতে নিরাপত্তা হীনতায় ভুগছে, বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।