রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশাশুনি প্রতিবন্ধী দিবস উদযাপিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

আশাশুনি প্রতিনিধি \ অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনিতে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস—২০২৪ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলায় কর্মরত নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা/বেসরকারি উন্নয়নমূলক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আইডিয়াল চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম এর সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার, প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। এছাড়া উপজেলায় কর্মরত নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা/বেসরকারি সংস্থার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ফ্রেন্ডশীপ, ব্রেকিং দ্য সাইলেন্স, বারসিক, উন্নয়ন, উন্নয়ন প্রচেষ্টা, ইএসডিও, উত্তরণ, এজ, মৌমাছি, সোনার বাংলা ফাউন্ডেশন, ঠাকুরাবাদ প্রগতি যুব সংঘ, শ্রীধরপুর আদর্শ যুব সংঘ, কচুয়া প্রতিবন্ধী বিদ্যালয়, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন ও আইডিয়াল এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে উপজেলার বিদ্যালয়গুলো এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর গুলো প্রতিবন্ধী বান্ধব করার লক্ষ্যে দাবি উত্থাপন করেন প্রতিবন্ধী শিক্ষার্থী জাওয়াদ আল রুম্মন। অনুষ্ঠানের শেষে আইডিয়াল চাইন্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের ১০ জন প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা ও মেডিসিন খরচ বাবদ ১০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয় এবং ৯ জন প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের আয় বৃদ্ধি মূলক কাজের জন্য ৫৫ হাজার টাকা বিনা সুদে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com