বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ থেকে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর। শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের প্রতি খুবই আন্তরিক। এজন্য তিনি প্রতিবন্ধী শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে চলেছেন। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে শীত থেকে নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। এসময় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।