বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় আশাশুনি জনতা ব্যাংক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ঐ স্থানে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে পথসভায় আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, স্বেচ্ছাসেবক লীগ নেতা অমৃত কুমার সানা, যুবলীগ নেতা আনিছুর রহমান বাবলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবার, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে রাজপথে থেকে প্রতিহত করার আহŸান জানান। সেই সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারকে হত্যার হুমকিদাতা ও ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।