বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এসআই বিশ্বজিৎ ঘোষ, ফায়ার সার্ভিস কর্মকর্তার প্রতিনিধি নুরুল ইসলামসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।