সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

আশাশুনি বাজারে অগ্নিকান্ডে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সদর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার ভোর ৬ টার দিকে আশাশুনি বাজারের উপজেলা পরিষদ মোড়ের কাছে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেট কর্মীরা উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় মুহুর্তের মধ্যে আলমগীর হোসেন পিন্টুর “তারিক হার্ডওয়ার”, প্রফেসর বজলুর রহমানের “লিজা ফার্ণিচা”, শিমুল হোসেনের “শিমুল ফার্ণিচার”, জননী টেউলার্স, মিরাজ টি স্টল ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের আগুন ছড়িয়ে পড়ে। আগুন ও ধূয়ার কুন্ডলি দেখে ফায়ার ব্রিগেট ও সিভিল সার্ভিসে মোবাইলে সংবাদ দিলে ফায়ার ব্রিগেট দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকানের প্রচুর পরিমান মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ব্যবসায়ী আলমগীর হোসেন পিন্টু জানান, আমার দোকানে অনুমান ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রফেসর বজলুর রহমানের লিজা ফার্ণিচারে ১১ লক্ষ টাকার ও শিমুল ফার্নিচারে ৫ লক্ষ ৫০ হাজার টাকার মালামালসহ সবমিলে ৫০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে। আশাশুনি ফায়ার ব্রিগেট ও সিভিলে ডিপেন্স সূত্রে জানাগেছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে পৌছে দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ১ঘন্টার মধ্যে সম্পূর্ণ আগুন নির্বাপন করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তারা প্রাথমিক ভাবে ধারনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com