স্টাফ রিপোর্টার ঃ আশাশুনি ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ১ মহিলা গুরুতর আহত হয়েছে। আহত শিখা রানী দাশ (২৬) কচুয়া গ্রামের তপন দাশের স্ত্রী। আহতের স্বামী তপন দাশ দৃষ্টিপাতকে জানান, গতকাল বিকালে আমি ও আমার স্ত্রী শিখা রানী দাশ ব্যাটারি চালিত ভ্যানে বুধহাটা যাচ্ছিলাম পথিমধ্যে কুল্যা আমবাগান মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিখা রানী দাশ গুরতর আহত হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালের কর্তব্যরত ডা: আশরাফুল আলম দৃষ্টিপাতকে জানান, এটা একটা গুরতর জখম। এটা স্বাভাবিক হতে দীর্ঘদিন সময় লাগবে। চিকিৎসা চলমান আছে। আহত শিখা রানী দাশ সদর হাসপাতালে মহিলা সার্জারী চিকিৎসাধীন আছে।